Bangladesh Government Job Circular, Recently published on their official website
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Bangladesh Navy Job Circular 2021
নৌবাহিনী নিয়োগ: বাংলাদেশ সরকার এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চাকরির খবর প্রকাশ পায় যা চাকরি প্রত্যাশিদের জন্য সুখবর । নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ 2021 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে বিজ্ঞপ্তি গুলো দেয়া আছে-
Search jobs
Government job circular 2021
শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.৫০-(ন্যূনতম)।এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সােসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম 'এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে,
শাখার নাম: মেডিকেল,
শিক্ষাগত যােগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ (ন্যূনতম)।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
শাখার নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ),
শিক্ষাগত-যােগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)।
শাখার নাম: কুক ও স্টুয়ার্ড,
শিক্ষাগত-যােগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ২.৫০ (ন্যূনতম);।
নৌবাহিনী বেসামরিক নিয়োগ 2021
শাখার নাম: টোপাস,
শিক্ষাগত-যােগ্যতা: ৮ম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা (নূন্যতম)
শাখা | উচ্চতা |
সিম্যান | ১৬৭.৫ সেম্মিঃ (৫-৬”) |
পেট্রোলম্যান | ১৭২.৫ সেমিঃ (৫’-৮”) |
অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) | ১৬২.৫ সেপ্রমিঃ (৫-৪”) |
এমওডিসি (নৌ) | ১৬৭.৫ সেপ্রমিঃ (৫’-৬”) |
বুকের মাপ: ৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখের দৃষ্টি: ৬/৬।
নৌবাহিনী-চাকরির ২০২১
অন্যান্য শর্তাবলী (সকল পদবীর জন্য)
ক। বাংলাদেশী পুরুষ নাগরিক
খ। সাঁতার জানা অত্যাবশ্যক গ। অবিবাহিত
বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে (১)
নাবিক: ১৭ থেকে ২০ বছর।
এমওডিসি (নৌ): ও ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযােগ্য নয়।
আবেদন নিয়ম: Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now Check Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে ওয়েব সাইটে Sign Up/Sign In করে প্রাকৃযােগ্যতা যাচাইকরতঃ নাবিক ও এমওডিসি (নৌ) এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং/মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে,
বিস্তারিত দেখুন
আবেদন -সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ,
Navy Job Circular
Govt jobs circular 2021
বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শেষ সময়:–২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ
বান্দরবান জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2021
Source: priojob & prothom alo