Bangladesh Government Job Circular, Recently published on their official website
BIWTC Job Circular 2021 – বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
BIWTC Job Circular 2021: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডবি-উটিসি) নিম্নবর্ণিত শূন্য পদে বিধি মােতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের পার্শ্বে বর্ণিত বেতনক্রম অনুযায়ী লােক নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আরো চাকরির খবর পড়ুন। |
---|
নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন- |
Search jobs
Bangladesh Inland Water Transport Corporation Job Circular 2021
পদের নাম: প্রােগ্রামার |
---|
পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: (ক) পদার্থ/ফলিত পদার্থ/গণিত/পরিসংখ্যান/বাণিজ্য/অর্থনীতি/সমাজবিদ্য/ব্যবসায় প্রশাসন এ স্নাতকোত্তর অথবা বিএসসি (ইঞ্জিনিয়ারিং), (খ) সরকার অনুমােদিত স্বনামধন্য কম্পিউটার সােসাইটির সদস্য, (গ) সহকারী প্রােগ্রামার হিসেবে কমপক্ষে ০৪ (চার) বৎসরের অভিজ্ঞতা অথবা ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ কম্পিউটার সাইন্স/ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ডিগ্রী। বেতন-স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। |
নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: নিরীক্ষা অফিসার |
---|
পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: নিরীক্ষা বা হিসাব রক্ষণে জুনিয়র অফিসার হিসেবে কমপক্ষে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে মাস্টার ডিগ্রী অথবা কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ বাগিজ্যে স্নাতক ডিগ্রী। বেতন-স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
পদের নাম: হিসাব রক্ষণ অফিসার |
---|
পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: হিসাব রক্ষণে জুনিয়র অফিসার হিসাবে কমপক্ষে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ বাগিজ্য বা ব্যবসায় প্রশাসনে মাস্টার ডিগ্রী অথবা কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে স্নাতক ডিগ্রী। বেতন-স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
Biwta নিয়োগ বিজ্ঞপ্তি 2021
পদের নাম: বাজেট/অর্থ অফিসার |
---|
পদ সংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: অর্থ সংক্রান্ত বিষয়ে অথবা হিসাব রক্ষণে জুনিয়র অফিসার হিসেবে কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন বাণিজ্য, ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতিতে মাস্টার ডিগ্রী অথবা কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে স্নাতক ডিগ্রী। বেতন-স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
Biwtc job circular 2021
পদের নাম: কনিষ্ঠ নৌ অফিসার
|
---|
পদ সংখ্যা: ০২ টি। শিক্ষাগত যোগ্যতা: কোন সমুদ্রগামী জাহাজে ডেক অফিসার হিসাবে কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান গ্রুপে এইচএসসি অথবা ইনচার্জ মাস্টার হিসাবে কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ ১ম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌবাহিনীর সী ম্যান ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত চিফ পেটি অফিসার। বেতন-স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। |
পদের নাম: সহকারী পরিষান অফিসার
|
---|
পদ সংখ্যা: ০৯ টি। শিক্ষাগত যোগ্যতা: কোন বৃহৎ পরিবহন প্রতিষ্ঠানে যাত্রী ও মালামাল পরিবহনে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী অথবা ১০ বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন জুনিয়র কমিশন্ড অফিসার বা ওয়ারেন্ট অফিসার বা সমপদমর্যাদাসম্পন্ন প্রাক্তন সামরিক অফিসার। বেতন-স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা। |
Biwtc jobs circular
আবেদন নিয়ম: বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০ বরাবরে আবেদন করতে হবে-যা বিআইডব্লিউটিসি’র ওয়েবসাইট www.biwtc.gov.bd এ পাওয়া যাবে।
আবেদন শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২১,
অফিসিয়াল বিজ্ঞপ্তি

BIWTC Job Circular 2021
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রার্থীদেরকে নিম্নবর্ণিত তথ্যসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার গত ২৯ ডিসেম্বর ২০১৪ খ্রি. তারিখের স্মারক নং-০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ পরিপত্রে উদল্লিখিত চাকরির আবেদনের মডেল ফরম অনুযায়ী “চিফ পার্সোনেল ম্যানেজার ও কমিটির সদস্য-সচিব, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০ বরাবরে আবেদন করতে হবে-যা বিআইডব্লিউটিসি’র ওয়েবসাইট www.biwtc.gov.bd এ পাওয়া যাবে।
বিআইডব্লিউটিসি নিয়োগ 2021
শর্তাবলী :
(ক) প্রার্থীদেরকে অবশ্যই ডাক্তারের সনদ অনুযায়ী সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আবেদনপত্র সম্পূর্ণ বাংলায় লিখতে হবে। বর্ণিত পদের জন্য বিআইডব্লিউটিসি’র অনুকূলে ক্রমিক
নং-১ হতে ৫ এ বর্ণিত পদের প্রার্থীদের ৫০০/- টাকা এবং ক্রমিক নং-৬ এ বর্ণিত পদের প্রার্থীদের ৩০০/- টাকার পােষ্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ (পােস্টাল অর্ডার
www.biwtc.gov.bd job circular 2021
অবশ্যই ৫০/- বা ১০০/- টাকা মূল্যমানের হতে হবে) আবেদনপত্র আগামী ২২/০২/২০২১ খ্রি. তারিখের মধ্যে শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র বিবেচনা করা হবে না।
(খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। স্বাক্ষরবিহীন ও অস্পষ্ট আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
(গ) আবেদনপত্রের সাথে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৫ (পাঁচ) কপি (ফ্রন্ট ভিউ) ১ম শ্রেগির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছবি (পার্শ্ব ছবি গ্রহণযােগ্য হবে না) ব্যাংক ড্রাফট/পােস্টাল অর্ডার/পে-অর্ডার এবং ১০ (দশ) টাকা মূল্যমানের ডাক টিকেট যুক্ত প্রার্থীর ঠিকানা সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কোন সনদপত্র
সংযােজনের প্রয়ােজন নেই। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনের ঘাষণা মােতাবেক জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপিসহ মূল কপি আনতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
(ঘ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চাকুরীরত প্রার্থীদের যথাযথ ক্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তি সনদের মূল কপি অবশ্যই দাখিল করতে হবে।
(৬) প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্ভান/নাতি-নাতনী হলে প্রার্থীকে তার পিতা/মাতা/দাদা-দাদিনানা-নানীর মুক্তিযােদ্ধা প্রমাণের জন্য মুক্তিযােদ্ধা সনদপত্রের অনুলিপি ও ভারতীয় তালিকা/মুক্তিবার্তা/গেজেটের সংশ্লিষ্টাংশের ফটোকপি এবং মুক্তিযােদ্ধা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী প্রয়ােজনীয় কাগজপত্র, মুক্তিযােদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউপি
চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপযুক্ত সনদসহ পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের কপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় দাখিল
করতে হবে।
(চ) লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
BIWTC Job Circular 2021 Application Form
source:bd govt website